আগস্ট ১৫, ২০১৯
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি , বৃক্ষ রোপণ কর্মসূচী এবং দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ছাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, শিল্পী রাণী মহলদার, ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম উদ্দীন, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোজিনা পারভীন, মাহফুজা সুলতানা, শেখ আমজাদ হোসেন, মো: মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মনিরুল ইসলাম, মো.আল-ফেরদাউস, প্রশাসনিক কর্মকর্তা মো. খলিলুর রহমান, হিসাব কর্মকর্তা আবু হুরাইয়া প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শের কোন বিচ্যুতি ঘটাতে পারেনি। বঙ্গবন্ধু আজ নেই কিন্তু তার আদর্শ আমরা বুকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র করে দেশকে উন্নয়ন থেকে পিছিয়ে দিতে পারবে না। 5,686,877 total views, 1,796 views today |
|
|
|