আগস্ট ১, ২০১৯
নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মোমিন আর নেই
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক আব্দুল মোমিন (৭৫) আর নেই। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নলতার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। বৃহস্পতিবার আসরের নামাজের পর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের মৃতদেহ জন্মস্থান যশোরের মনিরামপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে রাতেই পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হয়। কর্মজীবনে আব্দুল মোমিম শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি ২০১৫ সালে নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করে নলতায় বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়াও তিনি নলতা আহ্ছানিয়া মিশনের কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহিদ হাসান জানান, শিক্ষক আব্দুল মোমিন চার দশকেরও বেশি সময় ধরে নলতা শরীফেই বসবাস করেছেন এবং এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। ক্লাসরুমে কিংবা ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদেরকে তিনি তুই করে ডাকতেন- সেই ‘তুই’ ডাকে মধু ছিল, ছিল আপন আপন সুর। যশোরের আঞ্চলিক ভাষায় টেনে টেনে কথা বলতেন। তাঁর ধর্মীয় ক্লাসগুলো ছিল সঠিক আরবি উচ্চারণের কোলাহল। হাতে একটা বেত থাকতো তবে সে বেত সচরাচর কারও পিঠে পড়তো না। তার চেহারায় একটা সুফী ভাব ছিল বলে তিনি জানান। 5,697,040 total views, 676 views today |
|
|
|