আগস্ট ২৯, ২০১৯
কালিগঞ্জে সুশীলন’র উদ্যোগে ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় ২শ’ জন সদস্যের প্রত্যেককে ৫ টি করে গাছের চারা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় সুশীলন এর কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের সাবেক সভাপতি কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক-১ মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন বিভাগের উপজেলা কর্মকর্তা আওছাফুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। বাংলাদেশ সরকারের বৃক্ষরোপন অভিযানকে সফল করার লক্ষে সুশীলন’র সঞ্চয় ও ঋণদান কর্মসুচীর আওতায় দলীয় সদস্যদের মাঝে রিজার্ভ তহবিল হতে ২০১৯-২০২০ অর্থবছরে সুশীলনের সকল সেন্টারে ১ হাজার ১শ’ জনের মাঝে ৫ হাজার ৫শ’ ফলদ, বনজ ও ঔষধী গাছেরর চারা বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট থেকে সুশীলনের মুন্সীগঞ্জ ও নওয়াবেঁকী শাখায় ১৭০ জনের প্রত্যেককে ৫টি করে (আম,কদবেল, নারিকেল, পেয়ারা ও বাতাবী লেবু) মোট ৮শ ৫০টি গাছ বিতরণ করা হয়েছে। বনজ ও ফলদ গাছের চারা বিতরণের এই কার্যক্রম আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারা বিতরণ কার্যক্রম চলবে। অনুষ্ঠানে সুফলভোগী সদস্য, সুশীলনের কর্মকর্তা-কর্মচারিসহ সাংবাদিক, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। 5,726,431 total views, 3,891 views today |
|
|
|