আগস্ট ৪, ২০১৯
কালিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ককটেল বিষ্ফোরণ, : ইউপি সদস্যসহ আহত ৪
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জমিসহ বাড়িঘর দখলকে কেন্দ্র করে ককটেল বিষ্ফোরণ, হামলা ও লুট পাটের ঘটনায় ইউপি সদস্যসহ ৪ জন গুরুতর জখম হয়েছে। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিন ঘটনাস্থলে গেলে ঐ এলাকার আ. রহমান, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল মানুন এবং জোহর আলী জানান, ‘রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের মৃত কওছার আলীর ছেলে ও রতনপুর ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান মুজিবুর রহমানের সাথে ১৩ বিঘা জমি নিয়ে একই ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম ছোট’র দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। প্রাথমিক পর্যায়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি বলে বিষয়টি গড়ায় আদালতে। দীর্ঘদিন বিচার হওয়ার পর আদালত রায় ঘোষণা করে মুজিবুর রহমানের পক্ষে। সেই থেকে প্রায় ১০ বছর যাবৎ ওই জমিতে বসবাস করছে প্রাক্তন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়ির কেয়ারটেকার মাজেদ বৈদ্যে। একই বাড়িতে এলাকার মৃত বাবর আলী গাজির ছেলে আব্দুল বারী গাজি (৫০), তার স্ত্রী রাশিদা খাতুন (৪৫), পঞ্চম শ্রেণিতে পড়–য়া ছেলে রাসেল গাজি, মানসিক ভারসাম্যহীন কন্যা মাহফুজা খাতুন বসবাস করে আসছিল। দীর্ঘদিন পর হঠাৎ ওই জমি দখলের পাঁয়তারা শুরু করে আরিফুল ইসলাম ছোট গং। এরই প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে আরিফুল ইসলাম ছোট গং দেশীয় অস্ত্রসন্ত্রসহ ৫০/৬০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী সাথে নিয়ে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে বাড়িসহ জমি দখল করে। এসময়ে একই বাড়িতে থাকা কেয়ারটেকার আব্দুল বারী গাজির পরিবারের সদস্যসহ মাজেদ বৈদ্যেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ওই বাড়িতে থাকা দুইটি গরু,একটি ছাগল, নগদ ৪৫ হাজার টাকা অন্যান্য জিনিসপত্র লুটপাটসহ বাড়িঘর ভাঙচুর ও ত্রাস সৃষ্টির জন্য একাধিক ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় স্থানীয় ইউপি সদস্য বাবু গাজি (৪০), তার ভাগ্নে সিরাজুল ইসলাম (৩৪), গ্রামবাসী রজব আলী (৬৫) তার কন্যা রওশানারা খাতুন (৪২) ঘটনাস্থলে পৌঁছালে আরিফুল ইসলাম ছোট’র বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে কিছু বুঝে ওঠার আগেই ওই চারজনকে কুপিয়ে গুরুতর জখমসহ পুনরায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে। এরপর ভোর ৫ টার দিকে স্থানীয়রা পুলিশের সহযোগিতায় আহত ওই চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে রজব আলী ও তার কন্যা রওশানারা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত ককটেলসহ আরিফুল ইসলাম ছোট’র সহোদর ভাই লিটন হোসেন (৪০), মহিষকুড় গ্রামের বাবু হোসেনের ছেলে সবুজ হোসেন (২৫) ও নইহাটি গ্রামের ইউসুপ আলী সরদারের ছেলে শরিফুল ইসলামকে (২৬) আটক করে থানায় নিয়ে আসেন। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আইনুদ্দীন বিশ্বাস পরিত্যক্ত ককটেল উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 5,726,359 total views, 3,819 views today |
|
|
|