আগস্ট ১৭, ২০১৯
‘স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন দুর্নীতিকে বরদাস্ত করা হবে না’ …….. সিভিল সার্জন
সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সকল রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে এবং কাউকে হয়রানি করা যাবে না। সেবার ক্ষেত্রে নিজেকে উজাড় করে দিয়ে মানবসেবায় ব্রতী হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষকে সচেতনতামূলক সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ডেঙ্গু রোগী শনাক্ত হলে বা যেকোনো প্রয়োজনে আমাকে জানাতে হবে। ডেঙ্গু দমন ও চিকিৎসায় আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই’। শনিবার (১৭ আগস্ট) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জীর সভাপতিত্বে স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দক্ষতা বৃদ্ধির জন্যে স্বাস্থ্য কর্মীদের মাসিক মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এছাড়া প্রত্যেক কর্মীর কাজের সঠিক তদারকি করণ ব্যবস্থা জোরদার করা হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সউদ বিন খায়রুল আনাম, মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. আশিকুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, এমটি ই পি আই দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান প্রমুখ। 8,505,902 total views, 3,304 views today |
|
|
|