আগস্ট ২০, ২০১৯
সুন্দরবনের সকল পাস বন্ধ হওয়ায় নওয়াবেঁকীতে জেলেদের মানববন্ধন
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের মাছ কাঁকড়া সহ সকল পাস বন্ধ করে দেওয়ায় নওয়াবেঁকীর জেলে ও বাওয়ালিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় মুন্সিগঞ্জ দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাঁকড়া জেলে নাজমুল গাজী বলেন, সুন্দরবনের জেলেদের পাস না দিলে আমরা সহ আমাদের পরিবার না খেয়ে মারা যাবে। মুন্সিগঞ্জ হরিনগর কাঁকড়া জেলে আফজাল বলেন, সুন্দরবনের প্রবেশ করতে না দিলে আমরা সহ সকল জেলে মানববন্ধনসহ অনশন ধর্মঘট পালন করব। এ সময় মুন্সিগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, আপনাদের পাস দেওয়ার জন্য আমি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি আগামী মাসের ১ তারিখ থেকে সকল পাশ দেওয়া হবে। তিনি আরো বলেন, সুন্দরবনে জেলেরা বিষ দিয়ে মাছ ধরে সেই সমস্ত জেলেদের ধরতে সহযোগিতা করতে হবে। মানববন্ধনে জেলেরা স্টেশন কর্মকর্তার কথায় একমত পোষণ করেন। 8,505,579 total views, 2,981 views today |
|
|
|