আগস্ট ২৭, ২০১৯
“সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিল” জুলাইতে ২২০৫, আগস্টে ১০৩৭৮৪৯!
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ কালিগঞ্জ জোনাল অফিসের আগস্ট মাসের বিদ্যুৎ বিলে ভূতুড়ে বিল করার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, শ্যামনগর সদরের এফ.এম সুপার মার্কেটের স্বত্ত্বাধিকারী মো. মশিউর রহমানের নামে নিয়মিত বিল প্রস্তুত হয়। উক্ত বিলগুলো এতদিন ইউনিট ও দরপ্রতি ইউনিট অনুযায়ী ঠিক থাকলেও আগস্ট মাসের বিলে ঘটেছে এক মহাকান্ড। পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রেরিত বিলে দেখা যায়, বিল এসেছে ১০৩৭৮৪৯ (দশ লক্ষ সাইত্রিশ হাজার আটশত উনপঞ্চাশ) টাকা। অথচ জুলাই মাসে এসেছিল ২২০৫ (বাইশ শত পাঁচ) টাকা। ব্যবসায়ী এস.আর ইলেকট্রনিক্স এর মালিক জি.এম রাবীগ হোসাইন বলেন, আমার ২২ বছরের ব্যবসার ইতিহাসে এরকম ভূতুড়ে বিল আগে কখনো দেখিনি। তাছাড়া আমরা এই মার্কেটের মালিকের নিকট হতে ঘর ভাড়া করে ব্যবসা করি। প্রতি মাসের বিল প্রতি মাসে পরিশোধ করে থাকি। এ বিষয়ে জানতে চাইলে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অনেক সময় ভুলক্রমে এ ধরনের বিল যেতে পারে তবে গ্রাহক যদি অভিযোগ করে সে ক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেখব। 8,505,340 total views, 2,742 views today |
|
|
|