Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় উণমুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করলেন এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উণমুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক, চিংড়ি চাষ প্রদর্শনী খামার এল্লারচর’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার রাম প্রসাদ ঢালী প্রমুখ। এসময় সদর উপজেলা পুকুর ও জেলা প্রশাসকের বাংলোর পুকুরসহ বিভিন্ন জলাশয়ে ৪৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version