আগস্ট ১২, ২০১৯
সাতক্ষীরাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
সোমবার সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের মুসলিম সম্প্রদায় মহান আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপন করছে। সকালে জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজের খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরে বয়ান করা হয়। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিবনির্বিশেষে একত্রে নামাজ আদায় করেন। এরপর কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শুরু হয় পশু কোরবানি। কোরবানির পরে সারা দিন ধরে মাংস বিতরণ চলবে দরিদ্র ও দুস্থদের মধ্যে। জেলায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটটায় মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্তিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমদে রবি, জেলা প্রশাসক মোস্তফা কামাল, পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতী। এছাড়া শহরের কামালনগর ঈদগাহ ময়দানে সকাল ৭টা ও ৮ টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাকাল ঈদগাহ ময়দান, কুখরালী ঈদগাহ ময়দান, ওয়াপদা ঈদগাহ ময়দান, স্টেডিয়াম, পলাশপোল জামে মসজিদ, গুড়পুকুর, বাসটার্মিনাল আমিনিয়া জামে মসজিদ, মধুমোল্লারডাঙ্গি জামে মসজিদ, রসুলপুর হাইস্কুল ময়দান, ইটাগাছা আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসা, শহিদ আব্দুর রাজ্জাক পার্ক, সুলতানপুর, কাটিয়া, মিলবাজার ঈদগাহসহ বিভিন্নস্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি না হওয়ায় অধিকাংশ মানুষ ঈদগাহে নামাজ আদায় করেছেন। 8,506,289 total views, 3,691 views today |
|
|
|