Site icon suprovatsatkhira.com

সরকারি প্রশিক্ষণে শিক্ষক গাজী মিজানুর রহমানের নিউজিল্যান্ড গমন

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার মাধ্যমে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণের জন্য শুক্রবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী মিজানুর রহমান। সেখানে তিনি ১৫ দিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। গাজী মিজানুর রহমান ২০০৪ সালে উকশা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি ২০১৭ সালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন গাজী মিজানুর রহমান। ২০০৮ সাল থেকে সাতক্ষীরা জেলা বিজ্ঞান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক, হিউম্যান ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সভাপতি এবং কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গাজী মিজানুর রহমান উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মৃত জি এম নুর আলী ও মৃত ছায়রা খানমের ছেলে। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী নুর-এ-হাওয়া উকশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গাজী মিজানুর রহমানের নিউজিল্যান্ড গমনের সুযোগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য সনৎ কুমার গাইন, সদস্য সহকারী অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, ফারুক হোসেন লিমন, লাভলু আক্তার, জিএম বারী, জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন, জামাল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানকে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুল মোনায়েম, সহ-সভাপতি আনন্দ কুমার দে, রনজিৎ কুমার ঘোষ, মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার বৈদ্য, অর্থ সম্পাদক রেজোয়ান হারুনসহ উপজেলা শিক্ষক-কর্মচারীবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version