নাজমুল হক, পাটকেলঘাটা থেকে: পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় পাটকেলঘাটা থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে সাধারণ জনগণের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও জনসাধারণের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ওপেন হাউস ডে’র প্রধান অতিথি হিসেবে জনগণের প্রশ্নের উত্তর দেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-পাটকেলঘাটার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজফ্ফর রহমান, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ স্বাধীনের সময় থেকে জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে এদেশের পুলিশ বাহিনী মূখ্য ভূমিকা পালন করেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পুলিশ বাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। অপরাধী যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। কারণ সন্ত্রাসীদের কোন দল নেই। যেকোনো মূল্যে এ জেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গি মুক্ত করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকার সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না : এসপি মোস্তাফিজুর রহমান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/