আগস্ট ১৮, ২০১৯
শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ; গুলিবিদ্ধ-৫, আহত-২০
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রæপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। প্রায় দু’ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষে পুলিশ ২৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে ঈশ্বরীপর ইউ পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শোকর আলী এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে, আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদ, আবদুল বারেক, আওসাফুর, সফিকুল ও শাহ আলমের নাম জানা গেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, রোববার ভোরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শোকর আলীর সমর্থক আব্দুল আলিম সাদেম সমর্থক আসমতকে মারধর করে। এ ঘটনার প্রেক্ষিতে দুপুরের দিকে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বংশীপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে একপক্ষ অপরপক্ষকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় দু’ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের পাঁচ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। এ বিষয়ে অ্যাড শোকর আলী বলেন, আওয়ামী লীগে যোগদানের পরে সাদেকুর রহমান সাদেম অহেতুক আমার সাথে গোলযোগ করার পাঁয়তারা করে আসছে। অপরদিকে সাদেকুর রহমান সাদেম বলেন, আমি আওয়ামী লীগে যোগদান করায় প্রতিহিংসা বশত অ্যাড. শোকর আলীর নেতৃত্বে তার লোকজন আমার সমর্থকদের উপরে হামলা করেছে। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণে এই সংঘর্ষ এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 8,505,942 total views, 3,344 views today |
|
|
|