ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, শেখ তহিদুর রহমান ডাবলু, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এসময় ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩লক্ষ ২৯ হাজার ৬শ’ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শোক দিবসে প্রতিবন্ধী স্কুলে চেক বিতরণ করেন এমপি রবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/