ডেস্ক রিপোর্ট: প্রতিবন্ধীদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ও কাজে প্রবেশ গম্যতা বাড়াতে সমতা প্রকল্পের দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অগস্ট) সকাল ১০টায় কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের প্রতিবন্ধীদের বিশেষ স্কুলে ওরিয়েন্টেশন অন ইনক্লসিভ অ্যাসেসমেন্ট অব ওয়াশ ইন স্কুল উইথ টুলস্ ফর অ্যাকসেসিবিলিটি অডিট’ বিষয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়। সমতা প্রকল্পের আওতায় দাতা সংস্থা (ডি এফ এটি) অর্থায়নে ও ডি.আর.আর এ’ বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুল্যা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সেলিম। এ সময় ডি আর আর এ’র ডি আই টি নীলোৎপল মন্ডল, ডি আই এফ সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি সমন্বয়কারী নাঈমুর রহমান, প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদ, ইউনিয়নের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, প্রতিবন্ধী ব্যক্তি, সেলফ হেলপ গ্রæপের সদস্য ও সিবিও এর নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধীদের প্রাতিষ্ঠানিক কাজে প্রবেশ বাড়াতে দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশনের উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/