আগস্ট ২৯, ২০১৯
পাটকেলঘাটায় পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, শিক্ষা অনুরাগী মরহুম ড. এম মতিউর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে পাটকেলঘাটা সোনামনি কেজি অ্যান্ড প্রিপারেটরী স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মরহুমের পুত্র সোনামনি কেজি অ্যান্ড প্রিপারেটরী স্কুলের সভাপতি মোখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাজার বণিক সমিতির সহ সভাপতি সরদার আব্দুল লতিফ, শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক ফকির আহম্মেদ শাহ, তালা উপজেলার কিন্ডার গার্ডেন সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, তালা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. রেজাউল করিম, সোনামনি কেজি অ্যান্ড প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ খান হামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ নজিবুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাও. আরিফ বিল্লাহ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক অলিউল ইসলাম। উল্লেখ্য মরহুম ড. মতিউর রহমান ২০১৮ সালের ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১.৩০ মিনিটের দিকে পাটকেলঘাটার নিজ গৃহ রহমান লজে হৃদ্যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৭ বছর। মরহুম ড. এম মতিউর রহমান জীবদ্দশায় তিনি একাধারে ছিলেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ আলীর ঘনিষ্ঠ সহচর, জেলা দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ঢাকাস্থ তালা উপজেলা সমিতির আজীবন সদস্য, তালা উপজেলা কিন্ডার গার্ডেন সমিতির সভাপতি, পাটকেলঘাটা সোনামনি কেজি অ্যান্ড প্রিপারেটরী স্কুল পরিচালক। 8,590,560 total views, 7,246 views today |
|
|
|