আগস্ট ৩, ২০১৯
পাটকেলঘাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি
পাটকেলঘাটা প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলছে। এরই অংশ হিসাবে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে কলেজ ক্যাম্পাস ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চলে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের পরিচালনায় এ অভিযানে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদিকে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে সরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পাটকেলঘাটা বাজারে গতকাল বিকাল ৫টায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র্যালি লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান তিনি তার বক্তব্যে বলেন, আপনারা বাড়ির আশপাশ স্ব স্ব উদ্যোগে পরিষ্কার করবেন যেন মশা বংশ বিস্তার করতে না পারে । আমরা সকলে সচেতন থাকলে ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে পারি। র্যালিতে ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আজ ইউনিয়নের ১,২,৩,৪,৫ নং বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ন স্থানে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এছাড়া পাটকেলঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলে। 8,591,124 total views, 7,810 views today |
|
|
|