দেবহাটা প্রতিনিধি: দেশব্যাপী আতঙ্কের নাম এখন ডেঙ্গু। সেই ডেঙ্গু নিধনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় ‘ওয়ান ডে, ওয়ান আওয়ার’ কর্মসূচীর অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। শনিবার সকাল ১১ টার দিকে দেবহাটা উপজেলা পরিষদের ভিতরে বিভিন্ন জায়গার ঝোপ-জঙ্গল পরিষ্কার করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে আবর্জনা নিজেই পরিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। তিনি এসময় সকলকে বাড়ির আশপাশের এলাকা, ছাদ বাগানের টব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গলসহ যে সমস্ত জায়গায় মশা জন্মে সে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে দেবহাটা থানা, কেবিএ কলেজ, দেবহাটা কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করা হয়।
দেবহাটা উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সাজিয়া আফরীন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/