আগস্ট ৮, ২০১৯
তালায় আরও ২ ডেঙ্গু রোগীর সন্ধান
তালা প্রতিনিধি: তালায় আরও ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে তালায় মোট ৩ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেল। গত ৭ আগস্ট উপজেলার কৃষ্ণকাটি গ্রামের নুরআলী সরদারের মেয়ে নুসরাত জাহান ময়না (১০) তালা হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু রোগী শনাক্ত করে কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় জ্বরে আক্রান্ত কানাইদিয়া গ্রামের মুজিবর গাজীর স্ত্রী ময়নার নানী খাদিজা বেগম (৬৫)”র ডেঙ্গু হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়। উপজেলার জেয়ালা গ্রামের দিবস ঘোষের স্ত্রী সুমিতা রানী ঘোষ (৫০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু দাউদ জানান, তালা হাসপাতালে ময়না (১০) নামে ১ জন ডেঙ্গু রোগী পেয়েছি, সে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আরও ২জন আক্রান্ত হওয়ার খবর শুনেছি। এদিকে গতকাল ৮ আগস্ট তালা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সাতক্ষীরা জেলা পরিষদের ধারাবাহিক তত্ত¡াবধানে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনের সাহায্যে ঔষধ ছিটানো হয়। এসময় জেলা পরিষদের সদস্য (১৫ নং ওয়ার্ড) মীর জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তালা উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার কাজী আবু সাঈদ মোহাম্মদ জসিম, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। 8,506,606 total views, 60 views today |
|
|
|