Site icon suprovatsatkhira.com

কৈখালিতে সুন্দরবনে জেলে বাওয়ালিদের মাছ ও কাঁকড়া ধরার পাশ দেওয়ার দাবিতে মানববন্ধন

রমজান নগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ফরেস্ট স্টেশনের সামনে জেলে ও বাওয়ালিরা মাছ ও কাঁকড়া ধরার দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় মানববন্ধনে অংশ নেন রমজান নগর, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের হতদরিদ্র জেলে বাওয়ালিরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন রমজান নগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন এবং সমাজ সেবক হুমায়ূন কবির, ইউপি সদস্য সোহরাব হোসেন, আনারুল ইসলামসহ সমাজের বিশিষ্ট জনেরা। মাছ কাঁকড়া ধরার উপর সরকার ২ মাস নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরেও স্থানীয় কৈখালী ফরেস্ট অফিস থেকে জেলেদের সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরার পাস পারমিট দেয়া হচ্ছে না। ফরেস্ট অফিস বলছে খুলনা রেঞ্জের কিছু কিছু নদীতে বিষ দিয়ে মাছ ধরা হয়েছে সে কারণেই পাস পারমিট বন্ধ রাখা হয়েছে। এটা কোন সরকারী অফিস আদেশ নয়। গুটি কয়েক অসাধু জেলের পাপের শাস্তি সকল জেলে বাওয়ালিদের উপর আসায় তারা ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন সরকারী কোন অফিস আদেশ ছাড়া ফরেস্ট অফিস পাশ না দেওয়ায় প্রকৃত জেলে বাওয়ালিরা যারা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন তারা আজ মানবেতর জীবন যাপন করছেন। যদিও সরকার নিষেধাজ্ঞার দুই মাস জেলেদের পরিবার প্রতি মাসিক ৪৫ কেজি হারে চাল দিয়েছে তবুও এই জেলে বাওয়ালিদের ঈদ কেটেছে খুব কষ্টে। তাই অনতি বিলম্বে এই হত দরিদ্র জেলে বাওয়ালিদের মাছ ও কাঁকড়া ধরার পাশের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার জেলে বাওয়ালিরা। মানববন্ধনের বিষয়ে কৈখালী ফরেস্ট অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version