Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের মৃত মাদার গাজীর ছেলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক গাজী (৭৫) আর নেই। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৬ টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আসরের নামাজের পর ধলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা বীরমুক্তিযোদ্ধা আব্দুর বারেক গাজীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার ও সরকারি এম এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. শেখ আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন কমান্ডার আব্দুল গফফার, ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক, ইউপি সদস্য আব্দুর রবসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজার নামাজে ইমামতি করেন ধলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ বারিউজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version