Site icon suprovatsatkhira.com

কারাগার : শেখ তামিম বিল্লাহ

আর কতদিন থাকতে হবে বদ্ধ ঘরে,
সেদিন আসবে বলে মোদের দ্বারে।
নিশ্বাস চলে না, যায় না বাঁচা,
আর কতদিন তোরা দিবি সাজা।
আর কতদিন মরে রাখবি এভাবে তাজা।
এবার দ্বার খুলে দে বন্দী খাঁচা,
তোরা আর রাখিস নে বন্ধ।
তোদের চরণ ধুলি.
আমি দেখতে চাই বাংলার অলিগলি।
বাঁচতে চাই মুক্ত স্বাধীন,
বন্ধ ঘরে এ জীবন পরাধীন।
এভাবে চাই না ধুকে ধুকে মরিতে,
তার চেয়ে বরং মন চায় জোয়ারের পানিতে ভাসিতে।
ঝড়ের কবলে পড়ে মরিতে,বা গাছে ঝুলিতে,
তবু স্বাধীন ভাবে পারিবতো জীবন কে পার করিতে।
এবার মুক্ত করে দে, মুক্ত করে দে মোরে,
তোরা আর রাখিস নে বন্দি খাঁচার ত্বরে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version