Site icon suprovatsatkhira.com

কলারোয়া বালিয়াডাঙ্গায় রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ চরমে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। মাত্র ১কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থী, পথচারীসহ এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই পানি-কাদা আর বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেন্দ্রবিন্দু বালিয়াডাঙ্গা বাজারের পূর্ব পাশের এই রাস্তা দিয়ে উপজেলা ও জেলা সদরসহ পার্শ্ববর্তী সোনাবড়িয়া ও বাঁশদহা ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। বাজারের পূর্ব পাশে হঠাৎগঞ্জ গার্লস হাইস্কুল, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদরাসা, হঠাৎগঞ্জ হাইস্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এসকল শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীদের অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। সামান্য বৃষ্টিতেই নাজেহাল হতে হয় শিক্ষার্থীসহ পথচারীদের। কাদামাটিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। পাশ দিয়ে যানবাহন গেলে তো অবস্থা হয় আরো নাজুক। কাদা পানি ছিটকে অর্ধ গোসল হয়ে যায় পথচারীসহ শিক্ষার্থীদের। ভূক্তভোগিরা জানিয়েছেন- ‘নাজুক রাস্তার কারণে একদিক দিয়ে একটি ভ্যান, ইজিবাইক কিংবা যেকোনো যানবাহন গেলে অপর দিক থেকে কোন যানবাহনের পাশ কেটে সামনে যাওয়ার উপায় থাকে না।’ হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুই, তামান্না, তানিয়া, জয়, সাথী, মেহেদি, রাজুসহ অনেকে বলেন- আমাদের স্কুলে যাওয়া-আসায় খুব সমস্যা হয়। এই পথ ছাড়া বিকল্প কোন পথও নেই।’ তারা আক্ষেপ করে বলেন- ‘রাস্তাটি সংষ্কারে দেখবার কি কেউ নেই?’ বালিয়াডাঙ্গা বাজারের অনেক দোকানদারসহ পথচারীদের দাবি মাত্র ১ কিলোমিটার রাস্তা সংস্কার করলে দুর্ভোগ হ্রাস পাবে। তাই রাস্তাটি দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীসহ এলাকাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version