আগস্ট ৩, ২০১৯
এডিস মশা ও ডেঙ্গু নিধন কার্যক্রম উপলক্ষে ‘একদিন এক ঘণ্টা’ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : জেলা প্রশাসক এসএম মোস্তোফা কামাল
“ডেঙ্গুর বিরুদ্ধে সমম্বনিত উদ্যোগ একদিন এক ঘণ্টা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তোফা কামাল। এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তোফা কামাল বলেন, আসুন আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা এক ঘণ্টা নিজেরা আমাদের বাসা বাড়ি ,শিক্ষা প্রতিষ্ঠান ,অফিস আদালত , হাট বাজার ,রাস্ত¥া ঘাট, বাসস্টেশন , হোটেল রেঁস্তোরা, খেলার মাঠ, ছাদবাগান, পরিষ্কার পরিচ্ছন্ন করি। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে লিফলেট দিয়ে বলেন, এটি পড়বা, পিতা-মাতাকে শুনাবা, মশারি টানিয়ে ঘুমাবা আর জ্বর হলে ডাক্তার দেখাবা ডেঙ্গু কিনা পরিক্ষা করাবা। নিজ হাতে সব কিছু পরিষ্কার করবা এবং আশপাশের সকলকে সচেতন করবা। এসময় তিনি বাস টার্মিনালে বেহাল দশা দেখে মালিক সমিতির সভাপতিকে টেলিফোনে বলেন, আপনি একটি ফোগার মেশিন কিনে টার্মিনাল পরিষ্কার করবেন এবং পৌর মেয়রকে নিয়ে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান করবেন। পরে বাস টার্মিনাল, খুলনা রোড় মোড়, টাউনগার্লস স্কুল, সরকারি বালক বিদ্যালয়, কালেক্টরেট স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়সহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 8,506,926 total views, 380 views today |
|
|
|