আগস্ট ১, ২০১৯
উপক‚লীয় পানি সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: ‘উন্নয়ন অগ্রযাত্রায় পানির ন্যায্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় দ্বিতীয় উপক‚লীয় পানি সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ০৯ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খানেক’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তালুজ ইসলাম। দ্বিতীয় উপক‚লীয় পানি সম্মেলনে বক্তারা বলেন, ‘উপক‚লীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। ভূগর্ভ পানির স্তর নেমে যাচ্ছে, জলাশয় ভরাট এবং লবণাক্ততা বেড়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে উপক‚লীয় অঞ্চলে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের পানির চাহিদা পূরণের জন্য ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ও সরবরাহের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করা জরুরী। উপক‚লীয় এলাকায় অবাধে লবণ পানির প্রবাহের কারণে মিঠা পানির জলাশয় এবং পুকুরগুলোর পানিও এখন পানের অযোগ্য হয়ে পড়েছে। উপক‚লীয় অঞ্চলের পানীয় জলের সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের পাশাপাশি পুকুরের পানি আবার পানের উপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। দ্বিতীয় উপক‚লীয় পানি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বাগেরহাট ০৪ আসনের সংসদ সদস্য ড. মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও দ্বিতীয় উপক‚লীয় পানি সম্মেলনের ০৫টি উপকমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আক্তার, খুলনা জেলা পরিষদের সদস্য জয়ন্তী রাণী সরদার, রূপসা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, কেয়ার-বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মতিন তালুকদার, ওয়ার্ল্ডভিশনের প্রতিনিধি ইকবাল আজাদ প্রমুখ। 8,569,696 total views, 8,401 views today |
|
|
|