শ্যামনগর প্রতিনিধি: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে গতকাল উপজেলা আওয়ামী লিগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কালো ব্যাচ ধারণ। গতকাল বিকাল ৫ টায় শ্যামনগর সদরের চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কালো ব্যাচ পরিয়ে দেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সংসদ সদস্যের নিকট থেকে কালো ব্যাচ ধারণ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডিএম গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সবুজ, যুবলীগ নেতা এস এম জাকির হোসেন, পরেশ কুমার দাশ, ছাত্রলীগ নেতা আসাদ, জাহিদুল, যুবলীগ নেতা মোস্তাহিদুর রহমান সুমন, ছাত্রলীগ নেতা মিলন, হাফিজুর, মাহফুজ সহ আরও অনেকে।