আগস্ট ১৯, ২০১৯
সৌদিতে হজ পালনকালে ব্রহ্মরাজপুরের এক হজ যাত্রীর মৃত্যু
![]() শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কোহিনুর সুলতানা (৫৫) পবিত্র হজ পালনের সময় সৌদিতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত কোহিনুর সুলতানা ডিবি গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আরাফাতের ময়দান থেকেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার (১৯ আগস্ট) সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কোহিনুর সুলতানার একমাত্র পুত্র গোলাম মোস্তফা বাবু ধুলিহর ইউনিয়নের বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (২০ আগস্ট) বাদ যোহর গায়েবি জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত ২০ জুলাই মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার ও তাঁর স্ত্রী কোহিনুর সুলতানা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। কোহিনুর সুলতানার মৃত্যুতে ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সকল শিক্ষক-শিক্ষিকা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। 5,716,474 total views, 1,492 views today |
|
|
|