ডেস্ক রিপোর্ট: ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর বড় বাজার আহলে হাদিস জামে মসজিদ ও সুলতানপুর ক্লাব মাঠে সৌর বিদ্যুতের দু’টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এ সোলার প্যানেল দুটি মসজিদ পরিচালনা কমিটির হাতে এবং সুলতানপুর ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান।
সৌর বিদ্যুতের সোলার প্যানেল গ্রহণকালে মসজিদ কমিটি ও ক্লাব কর্তৃপক্ষ বলেন, সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান তার ঐকান্তিক প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ০৪ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করেছে। সুলতানপুর ক্লাব মাঠে অনেক সময় রাতে জানাজা নামাজ হয় সে কারণে সুলতানপুর ক্লাব মাঠে সৌর বিদ্যুতের আলো ব্যবহার হলে অনেক মানুষ উপকৃত হবে।