চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: এ সপ্তাহের সোমবার থেকে কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র বালাপোতায় বাবা তারকনাথ ধামে উৎসব মুখর পরিবেশে বাবা ভোলানাথের আবির্ভাব তিথি উদ্যাপিত হবে । শ্রী শ্রী বাবা তারকনাথ ধাম মন্দির কমিটির আয়োজনে অশুভ শক্তির সংহারকতা, সত্য সুন্দর শিব বন্দনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীদের আগমনে এক মহা মিলন মেলায় পরিণত হবে । প্রতি বছরের ন্যায় এবছরও তারকনাথ ধাম মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সকাল থেকে জল দান ও প্রসাদ বিতরণ করবেন মন্দির কমিটি । বালাপোতা বাবা তারকনাথ ধাম পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক দিলীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত সরকার জানান, এবছরও ধামে বাবার মাথায় জল দেওয়ার জন্য সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক সন্ন্যাসী ও ভক্তবৃন্দ সোমবার থেকে এখানে সমবেত হবে । সামনের দিনগুলোতে আরও ব্যাপক মানুষের সমাগম হবে বলে আশা করছি।