ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ-দৌলা সাগর।
বাজেট আলোচনায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলার অণিমা রাণী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের লিখিত বাজেট পাঠ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি তার বক্তব্যে বলেন,‘ পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিত করতে এ বাজেট অগ্রণী ভূমিকা রাখবে এবং এ বাজেট জনকল্যাণমূখী হবে। উন্নতমানের নাগরিক সেবা নিশ্চিত করণের লক্ষ্যে এ বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।’সাতক্ষীরা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ৫৯ কোটি ৬৩ লক্ষ ৫৪ হাজার ৫শ’৭৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় পৌরসভার কাউন্সিলার ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস।
পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ৫৯ কোটি ৬৩ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/