আগস্ট ৩, ২০১৯
সাতক্ষীরায় জেলা পুলিশের এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে
![]() নিজস্ব প্রতিনিধি: এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্ত¥াফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ লাইনস থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুলিশ লাইনস সহ পার্শ্ববর্তী এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন । এ সময় র্যালিতে অংশ গ্রহণ করে পুলিশ সুপার প্রশাসন ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার তালা হুমায়ন কবীর, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ লাইনস বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনতা নিজ দায়িত্ববোধ থেকে গড়ে তুলতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে, একই সাথে সাতক্ষীরার জন সাধারণের প্রতি সকলকে সচেতন হওয়ার জন্য এবং ডেঙ্গু প্রতিরোধে ডাক্তারের পরামর্শ মেনে চলতে আহহ্বন জানান । 5,741,566 total views, 915 views today |
|
|
|