ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী পৌর যুবলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর যুবলীগের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় ২ শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এসময় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
5,716,541 total views, 1,559 views today