আগস্ট ৫, ২০১৯
সখিপুরে ফগার মেশিন দ্বারা স্প্রে কার্যক্রমের উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে মত বিনিময় সভা
![]() এমএ মামুন, দেবহাটা: এডিস মশার সম্ভাব্য উৎপত্তিস্থল বিনষ্ট করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এডিস মশা নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই প্রয়োজন জনসচেতনতা। প্রত্যেককে নিজ বাড়ি, অফিস বা অন্যান্য কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং এডিস মশার সম্ভাব্য উৎপত্তিস্থল বিনষ্ট করতে তিনি সকলকে একযোগে কাজ কাজ করতে হবে। সোমবার সকাল ১১ টায় উপজেলার সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফগার মেশিন দ্বারা স্প্রে কার্যক্রমের উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন। মঅনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মারুফ হোসেন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আব্দুল করিম, মোনাজাত আলী, জগন্নাথ মন্ডল, পরিতোষ বিশ্বাস, রেহানা আক্তার, আলফাতুননেছা প্রমুখ। 5,740,410 total views, 4,520 views today |
|
|
|