আগস্ট ২৭, ২০১৯
সংবাদ প্রকাশ করায়, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি
![]() ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এ সাধারণ ডায়েরি করেছেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মিঠু। সাধারণ ডায়েরি (জিডি) তে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. আমজাদ হোসেন মিঠু। পিতা- মো. আব্দুল আজিজ। গ্রাম- বাদঘাটা, শ্যামনগর। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি যে, আমি শ্যামনগর উপজেলার রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা থেকে বহুল প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি। শ্যামনগর থানার মাদক মামলা, নাশকতা মামলা সহ একাধিক মামলার আসামি হাফিজুর রহমান হাফিজ। পিতা-মৃত আব্দুল হামিদ সরদার, গ্রাম- গোপালপুর, শ্যামনগর, সাতক্ষীরার বিরুদ্ধে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের চেষ্টায় গত সোমবার (২৬ আগস্ট) এ শ্যামনগর থানায় ২৮ নম্বর মামলা রুজু হয়। উক্ত মামলায় মো. হাফিজুর রহমান হাফিজ এক নম্বর আসামি শ্রেণিভুক্ত হওয়ায় আমি সাংবাদিক হিসেবে পত্রিকায় সংবাদ পরিবেশন করায় আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন চায়ের দোকানে লোক মারফত ভয়-ভীতি প্রদর্শন এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সোমবার (২৬ আগস্ট) আনুমানিক সকাল ১১ টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি “ঐধভরু ঝযড়ৎফধৎ” থেকে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন বানোয়াট স্ট্যাটাস আপলোড করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও জীবননাশের ভয়-ভীতি প্রদর্শন করা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপহরণ, ধর্ষণ, মাদকদ্রব্য এবং নাশকতামূলক কর্মকাÐে লিপ্ত থাকার ফলে শ্যামনগর থানায় একাধিক মামলার আসামি হওয়ায় সেই প্রভাবে প্রভাবিত হয়ে আমার ওপর হুমকি অব্যাহত রাখায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করার আবেদন জানাইতেছি’। এ ছাড়াও আমজাদ হোসেন মিঠু’কে মেসেঞ্জারে হুমকি দিয়ে বলেন- এই নিউজ করার ফল সুদে আসলে মিটিয়ে দেবে। উল্লেখ আছে যে, এই হাফিজুরের বিরুদ্ধে এর আগেও শ্যামনগর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। 5,741,499 total views, 848 views today |
|
|
|