শ্যামনগর প্রতিনিধি: বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের আয়োজনে শ্যামনগর ১ জুলাই হতে ৭ জুলাই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজজামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ। আলোচনা শেষে অতিথিগণ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী নগের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে উপজেলা সদরের সকল সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।