শ্যামনগর প্রতিনিধি: শনিবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বিভাগ ঘুরে দেখেন এবং সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন ও হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীসহ অন্যান্য রোগীদের খোঁজখবর নেন এবং এ সময় হাসপাতালের সকল ডাক্তারদের ডেঙ্গু রোগীদের প্রতি চিকিৎসা ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ওমর ফারুক চৌধুরী সহ অন্যান্য মেডিকেল অফিসার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।