আগস্ট ৫, ২০১৯
শ্যামনগরে শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান এর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। সভা প্রধান হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপস্থিত ছিলেন। এসময় মাসব্যাপি বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিভিন্ন কর্মসূচী পালনে উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। 6,853,986 total views, 1,791 views today |
|
|
|