শ্যামনগর প্রতিনিধি. বুধবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের সহায়তায় মাছে পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৫৬ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে ৪৫৪ কেজি বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ,এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার সাতক্ষীরার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।