আগস্ট ২৯, ২০১৯
শ্যামনগরে ভাব বাংলাদেশের শিক্ষা বৃত্তি ও শিক্ষকদের সম্মানী প্রদান
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে বৃত্তি, অতিরিক্ত ক্লাসের সম্মানী এবং ফুটবল প্রশিক্ষণের জন্য প্রশিক্ষককে সম্মানী প্রদান করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সৌজন্যে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এ অর্থ প্রদান করা হয়। কলেজ বৃত্তি হিসেবে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের ২ জন এবং নওয়াবেঁকী ডিগ্রি কলেজের ২ জন সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে প্রতিমাসে ২,০০০ টাকা করে এককালীন ৩ মাসের টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০জন শিক্ষার্থীর জন্য বৃত্তির চেক, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রশিক্ষণের সম্মানী এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ৪টি স্কুলে ৬ষ্ঠ শ্রেণির অতিরিক্ত ক্লাসের গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন খান শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে বৃত্তি এবং সম্মানীর অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান, সাংবাদিক রণজিৎ বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তির চেক গ্রহণ করেন রমজাননগর তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, ত্রিপানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আবুল কালাম মল্লিক, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, ঝাঁপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র মন্ডল, ঈশ্বরীপুর এ সোহবান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম। এ সময় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ৬ষ্ঠ শ্রেণির অতিরিক্ত ক্লাসের সম্মানী গ্রহণ করেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুল আলম। 5,725,960 total views, 3,420 views today |
|
|
|