আগস্ট ৬, ২০১৯
শ্যামনগরে বাল্য বিবাহ রোধে কুইজ প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার হেতালখালি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর সরকারি মহসিন কলেজ ইউনিট এর আয়োজনে এবং বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় বাল্য বিবাহ রোধে কুইজ প্রতিযোগিতা এবং অভিভাবক সমাবেশে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক। সিডিও ইয়ুথ টিম সরকারি মহসিন ডিগ্রি কলেজ ইউনিট এর কার্যকরী সদস্য নাসিমা খাতুন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিম আলি এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাহিত্যিক ডা. হুমায়ুন কবির,মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জাফর ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, বিদ্যৎ শাহি সদস্য আব্দুর রব, বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিত মন্ডল, লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান,সিডিও ইয়ুথ টিম মহসিন কলেজ ইউনিট সভাপতি হাফিজুর রহমান,সহসভাপতি মাহবুবা খাতুন, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন,কার্যকরী সদস্য নাসিমা খাতুন,মারুফা খাতুন, শাহীন আলম। সমাবেশে বাল্য বিবাহের কুফল নিয়ে বক্তারা বিস্তার আলোচনা রাখেন এবং বাল্য বিবাহ বন্ধে ১০৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। 5,716,907 total views, 1,925 views today |
|
|
|