Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বাল্য বিবাহ বন্ধে গণ সমাবেশ ও মুক্ত আলোচনা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বাল্য বিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে গণ সমাবেশ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বেলা ১২টায় হোটেল সী-ল্যান্ড সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের জেন্ডার কম্পোনেন্টের টেকনিক্যাল অফিসার আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি শাহনাজ পারভীন মিলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্যা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান এবং উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত সব ধর্মের বিবাহ নিবন্ধক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় উপজেলা পর্যায় থেকে আগত প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। বাল্যবিবাহ নিরসনে তারা সরকারী দায়িত্বশীল প্রতিষ্ঠান সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন এবং সাহায্য কামনা করেন। মুক্ত আলোচনায় শ্যামনগর উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন আইনের যথাযথ প্রয়োগ হলেই বাল্যবিবাহ নিরসন সম্ভব। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সরকার বাল্য বিবাহ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে, সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জামিরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করা গেলে জাতীয় আয়ের ১২ শতাংশ বাড়ানো যাবে। আমাদের সমাজের অভিভাবকদের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করতে হবে। গ্রাম পুলিশদের উদ্দেশ্য করে বলেন আপনারা মাঠ পর্যায়ে বাল্যবিবাহের কোন তথ্য পেলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানাতে হবে। তিনি বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ উপস্থাপন করেন এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। শ্যামনগর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার সহযোগিতা করার অঙ্গিকার করেন। তিনি আরো বলেন, সবাইকে সামাজিক দায়িত্ব পালন করতে হবে, বাল্যবিবাহ রুখে দিতে হবে। এ সময় তিনি বাল্যবিবাহের নানান কুফল আলোচনা করেন। বাল্যবিবাহ বন্ধে তিনি সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি নবযাত্রাকে ধন্যবাদ দেন এরকম মুক্ত আলোচনা ও গণ সমাবেশ এর আয়োজন করার জন্য। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপক‚লীয় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার ৮ লক্ষ ৫৬হাজার ১শ’১৬ জন উপকার ভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version