শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগরে প্রতিবন্ধী কি ও প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ফেইথ ইন অ্যাকশন এর সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেইথ ইন অ্যাকশন (ফিয়া)-এর রাহেল বিশ্বাস। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ, ফিয়ার লিটন বিশ্বাস ও জয়তী প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মাছরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিলীপ কুমার বৈদ্য।