শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগর প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে শ্যামনগর সদরের প্রতিবন্ধীদের মাঝে ঈদ প্যাকেজ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা চত্বরে এ ঈদ প্যাকেজ বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সভাপতি আ. খালেক, সহ-সভাপতি মো. মনছুর গাইন, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মন্টু মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহার হোসেন, কোষাধ্যক্ষ রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক নুরনাহার উপস্থিত ছিলেন। সভাপতি তার নিজ অর্থায়নে প্রতি প্যাকেজে ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, পরিমিত বাদাম ও কিচমিচ দিয়ে ১৬ জন শিশু, মহিলা ও পুরুষ প্রতিবন্ধী প্রত্যেককে ১টি করে প্যাকেজ দেওয়া হয়।