আগস্ট ১৫, ২০১৯
শ্যামনগরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মৎস্য ঘের দখল ও পূর্ব শত্রæতার জের ধরে আমিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত ৮ টায় গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম পার্শ্বেমারী গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে। গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, সন্ধ্যার পরে পার্শ্বেমারী বাজারে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে কথা বলার সময় পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের মৃত অজেদ জোয়াদ্দারের ছেলে রবিউল জোয়াদ্দার অতর্কিত ভাবে হামলা করে আমিরুলকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে আমিরুলের মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্ত্রী নাছিমা খাতুন শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 5,685,468 total views, 387 views today |
|
|
|