আগস্ট ৫, ২০১৯
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
![]() শ্যামনগর প্রতিনিধি: দুর্যোগ আমাদের নিত্য দিনের সঙ্গী। অতিদ্রæত জলবায়ু পরিবর্তনের ফলে আমরা উপক‚লীয় অঞ্চলের মানুষেরা অতি মাত্রায় ঝুঁকির মধ্যে। সুতরাং দুর্যোগ বিষয়ে আমাদের জানতে হবে এবং সচেতন হতে হবে। রোববার স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় শ্যামনগর সদরে জোবেদা সোহরাব মডেল একাডেমীতে দুর্যোগ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় এসব কথা বলেন, বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিদ্যালয়ের একশত জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, সিডিও উপজেলা ইউনিটের সদস্য সচিব আব্দুল আলিম, সদর ইউনিট সভাপতি হাবিবুর রহমান, সরকারি মহসিন কলেজ ইউনিটের সভাপতি হাফিজুর রহমান, পদ্মপুকুর ইউনিট সভাপতি মহসিন, সদর ইউনিট সাধারণ সম্পাদক শরিফ, সরকারি মহসিন কলেজ ইউনিট সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, নাসিম আলি, শাহিন, আরিফ, মুকুল হোসেন সহ বিভিন্ন ইউনিটের সদস্য বৃন্দ। 5,686,690 total views, 1,609 views today |
|
|
|