শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ডেঙ্গু জ্বর প্রতিকার ও চিকিৎসা কার্যক্রমে সমন্বয় সাধন শীর্ষক আলোচনা ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন মিয়া, মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর প্রমুখ। এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতার লক্ষে বিস্তারিত বিবরন দেন ডা. নাসিম উদ্দীন। এসময় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।