আগস্ট ১৫, ২০১৯
শ্যামনগরে জাতীয় শোক দিবস পালিত
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে বিশাল শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোক র্যালিতে উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান, এএসপি (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্যাসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র-ছাত্রী, বেসরকারি উন্নয়ন সংস্থা, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ইলেকট্রিশিয়ান সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠন ও সংস্থা স্ব-স্ব দলীয় ব্যানার নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে। দিনটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দিনভর কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। যোহর বাদ উপজেলা কোট মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়। 5,716,842 total views, 1,860 views today |
|
|
|