আগস্ট ১০, ২০১৯
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন
![]() বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা, পূর্ব ও পশ্চিম দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া আংশিক এবং ভামিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় ১৬৪নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই এলাকার ১১৩০টি বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক জি.এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার, ব্যারিস্টার ইমরুল হায়দার, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, মুক্তিযোদ্ধা ডা. নিরাপদ বাইন, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল সহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সদস্যাবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ। 5,686,615 total views, 1,534 views today |
|
|
|