আগস্ট ১, ২০১৯
শিশু সুরক্ষা ও খেলাধুলায় শিশুর অংশগ্রহণ বিষয়ক সমন্বয় সভা
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শিশু সুরক্ষা ও খেলাধুলায় শিশুর অংশগ্রহণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ব্রেকিং দ্যা সাইলেন্স এর আয়োজনে বিকাল ৩ টায় পৌরসভার ডিজিটাল হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিসুর রহিম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া প্রশিক্ষক মো. আকবর আলী, ফিফা রেফারি তৈয়েব হোসেন বাবু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আবু তাহের, শহর পরিকল্পনা বিদ শুভ্র চন্দ্র মহালী, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মো. রেজাউল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, টি আই বি এরিয়া ম্যানেজার এ এফ এম আহাদ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, এ টি এন বাংলা জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, হিসাবরক্ষন কর্মকর্তা আক্তার হোসন তালুকদার ও পৌর কাউন্সিলারবৃন্দ। এছাড়া পৌর এলাকার নাগরিক কমিটি, পৌর কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত সভায় শিশু অধিকার বাস্তবায়নে পৌর এলাকার খেলার মাঠগুলোতে শিশুদের খেলা নিশ্চিত করা, শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করা, অপরিত্যাক্ত মাঠগুলো খেলার উপযোগী করে গড়ে তোলা, স্কুল পর্যায়ে অভিযোগ অথবা মতামত বক্স সঠিকভাবে পরিচালনা করাসহ স্কুল পর্যায়ে শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং শিশু নির্যাতন সম্পর্কে সতর্কতামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেকিং দ্যা সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম। 5,726,315 total views, 3,775 views today |
|
|
|