নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার শিবপুর ইউনিয়নে আইডিয়াল (এনজিও) সাতক্ষীরার অন্তভুক্ত সৈকত নারী উন্নয়ন সমিতির অসুস্থ সদস্যদের চিকিৎসা সেবায় দুই পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে খানপুর গ্রামের অসুস্থ আবুল কাশেমকে ৫ হাজার একই গ্রামের সবুর হোসেনের চিকিৎসা সেবায় ১০হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্র ফেডারশনের সভাপতি নাজমুল শাহাদাৎ জাকির, সদর উপজেলার ব্যবস্থাপক ওমর ফারুক কেন্দ্র ব্যবস্থাপক ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।