আগস্ট ২৮, ২০১৯
লাবসায় ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন ও কীটনাশক বিতরণ
![]() ডেস্ক রিপোর্ট: লাবসা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন ও কীটনাশক বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউপি সদস্যদের হাতে এ স্প্রে মেশিন ও কীটনাশক তুলে দেন লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। এ সময় তিনি বলেন, আমি প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১২ জন ইউপি সদস্যদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের সকল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। আমার ইউনিয়নে কোন মানুষকে ডেঙ্গু রোগে আক্রান্ত হতে দেব না। ইউনিয়নের সকল মানুষকে আমি ভালোবাসি। আমিও তাদের ভালোবাসায় সিক্ত। আমি বারবার নির্বাচিত চেয়ারম্যান। আমাকে লাবসা ইউনিয়নের জনগণ পরপর ৬ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাদের প্রাপ্য নাগরিক সেবার লক্ষে এডিস মশা নিধনে ইউপি সদস্যদের প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নের অর্থায়নে স্প্রে মেশিন কীটনাশক প্রদান করা হয়েছে। আমার লাবসা ইউনিয়নকে ডেঙ্গু মুক্ত রাখব ইনশাল্লাহ। তিনি ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল জনগণের সহযোগিতা কামনা করেন।’ এ সময় লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য মো. সাঈদ আলী সরদার, মো. আসাদুজ্জামান আসাদ, কাজী মনিরুল ইসলাম, মো. জামির হোসেন, মো. মনিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মাসুদা বেগম, সুফিয়া খাতুন, ইউনিয়নের সচিব মো. মতিউর রহমান, ইউনিয়নের উদ্যোক্তা মো. মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 5,741,279 total views, 628 views today |
|
|
|